আচ্ছা, কেনই’বা দরকার এই “মেশিন লার্নিং” জিনিসটা?

 


আচ্ছা, কেনই’বা দরকার এই  “মেশিন লার্নিং” জিনিসটা?


  • অকে,আপনি একটু ভাবুন তো? মিস্ট্রাস্ট এ ভরা এই বিশাল পৃথিবীটাকে কিভাবে আপনি প্রোডিক্ট করবেন? আর যদি করা যায় তাহলে সেটা সম্ভব কিভাবে। সাধারণত, ডেটা নিয়ে খেলাধোলা (অ্যানালাইসিস) করে তাদের অনেক সময় অল্প ডেটাতে সঠিক জিানসটা প্রেডিক্ট করতে পারেনা, প্রয়োজন হয় আরো বড় স্কেলের ডেটাফ্রেম। এই পুথিবীতে আপনি যতগুলোই অবজেক্ট দেখেতে পাবেন,সবকিছুরই একটা প্যাটার্ন ফাইন্ড-আউট করা পচিবল। হয়তো কোনটা বুঝতে অল্প সময়ের দরকার পড়ে আর কোনটা বুঝতে অনেক সময়ের (কয়েক হাজার বছরও) দরকার পড়ে। এই যে আমাদের গ্যালাক্সির কথাই যদি আপনি চিন্তা করেন তাইলে আপনি দেখতে পাবেন যে,প্রত্যেকটা গ্রহ,উপগ্রহ তাদের নিজ নিজ গতিতে প্রতিনিয়ত ছুটাছুটি করছে এবং অণু-পরমাণুর ইলেকট্রনগুলোও চলছে নিজষ্ব গতিতে আর সেটা একটা নির্দিষ্ট প্যাটার্ন মেইনটেইন করে।


  • মেশিন লার্নিংটাকে আপনি পরিসংখ্যান আর কম্পিউটার বিজ্ঞানেরএকটি ছোট অংশ হিসেবে ধরে নিতে পারেন। তবে এটা শুধু  কম্পিউটার বিজ্ঞানীদের কর্মক্ষেত্র নয়, বরং এটা নিয়ে বাইরের মানুষজন তাদের নিজ নিজ ডোমেইনে কাজ চালায় যাচ্ছে। ধরেন একটা নেটওয়ার্ক বিল্ডআপ করার আগে সেই নেটওয়ার্কের লোড কি পরিমাণ নিতে পারবে,সেটি রোল-আউটারের বহু আগে তার ডিজাইন ক্যাপাসিটি বের করতে হবে।সেই স্টুরেজ আর্থাৎ ডেটা সেন্টারের হার্ডডিস্ক কবে শেষ ফেইলর হতে পারে সেটা নিয়ে অভিজ্ঞতা না থাকলে তো কেমনে কি!!

  • মেশিন লার্নিয়ের উপর বেশ কিছু কাজ করছে  ‘লিগ্যাল প্র্যাকটিশনার ’ আর হেলথকেয়ার ইড্রাস্ট্রি । আর যদি বলতে হয় বিলিয়ন ডলারেরও ও বেশি ইনভেস্টমেন্ট চলে গেছে ‘অটোনোমাস’ কার ইন্ড্রস্ট্রিতে। দেশের আন্তবিভাগ লরিগুলো কে চালাবে? অনেক শহরজুড়ে স্বয়ংক্রিয়ভাবে চলছে পাবলিক ট্রানজিট সিস্টেম। এই যে ফেসবুকে আপনার ২০/৩০ বছরের পুরোনো বন্ধু চেনায় কে? 

এসবকিছু আসলে হচ্ছে কিভাবে?

কিছু বছর আগে আইবিএম’র এক বিজ্ঞাপনের কথা শেয়ার করা যাক...

  • একটি দেশের পুলিশ ডিপার্টমেন্টের কাজই বদলায় দিতে পারে মেশিন লার্নিং ব্যবহার করে। হিস্ট্রিক্যাল যে ক্রাইম ডেটাগুলো আছে ওইগুলোর প্যাটার্ন দেখে বুঝে যাইতো দেশের আইন প্রয়োগকারি সংস্থা। এটাই ছিল বিজ্ঞাপনের মূল কন্সেপ্ট।

বিজ্ঞাপনটি অনেকটা এমন-

  • দোকানে ডাকাতির উদ্দেশ্যে গাড়ি থেকে নামতেই দোকানের সামনে গিয়ে দেখে পুলিশ দাড়িয়ে আছে। দুর থেকে তাদের চোখাচোখি হলো। পুলিশ কফি খাওয়া অবস্থায় তার কফির কাপ তুলে ডাকাতের উদ্দেশ্যে একটা ‘ফ্রেন্ডলি জেসচার’ দিলো। লোকটা ডাকাতি ফেলে তার নিজের ডোরায় ফিরে যায়।এভাবেই পুলিশ, ডাকাত আর দোকানদার উভয়কেই ঝুঁকি থেকে বাচিয়ে দেয়। উন্নত দেশগুলোতেও টেরোরিজম এর উৎস খুঁজতেও মেশিন লার্নিংয়ের হেল্প নেয়। প্রায় সব ফিল্ডেই মেশিন লার্নিং লাগছে এখন,,ডাক্তার,ইন্জিনিয়ার,আবহাওয়াবিদ, অ্যাস্ট্রোফিজিস্টি, নগরবিদ--ইত্যাদি ।এমন কি রাজনীতিবিদদেরও কাজে লাগাচ্ছে ভোটের ধারণা পেতে। দলে পাওয়া যাবে কাকে,বা কে হতে পারে বিজয়ী?
  • সঠিক সিদ্ধান্ত নিতে হেল্প করবে আমলাদের। ইভেন হাওরের পানি উপচে পড়বে কিনা সেটা জানতেও হেল্প করবে এই মেশিন লার্নিং।। আমাদের মত মধ্যবিত্ত দেশগুলোর ভূল সিদ্ধান্তের ফলাফল ভয়াবহ।প্রাকৃতিক দূর্যোগ কিংবা বন্যা প্লাবিত হয়ে নষ্ট হয় অনেক কিছু। আর এ রকম দূর্যোগ  কিংবা দূর্ঘটনা আগে থেকে দেখার জ্ঞান দিয়েছেন সৃষ্টিকর্তা। আর সেটা হলো মেশিন লার্নিংয়ের মাধ্যমে।         



The goal is to turn data into information, and information into insight.

-- Carly Fiorina


Post a Comment

0 Comments