গুগল কর্মীদের সর্বোচ্চ বেতন কত?

 





গুগল কর্মীদের সর্বোচ্চ বেতন কত?

গুগল তাদের প্রতিষ্ঠানের কর্মীদের মাসিক বেতন দেওয়ার জন্য একটা লিস্ট আপডেট করে থাকে। এবং তাদের কর্মীরাই বিশ্বের সবচেয়ে বেশী বেতন ভোগ করে থাকে।

এবার দেখে নেওয়া যাক গুগলের সর্বোচ্চ বেতন দেওয়া পদ কোনগুলো

১। ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরঃ বেতন- ২ কোটি ৪০ লাখ
একজন প্রকৌশল পরিচালক প্রতিষ্ঠানের প্রকৌশলের সব দিক দেখাশোনা করেন। গুগল তাদের বিভিন্ন সেক্টর; যেমনঃ সিকিউরিটি, গেমিং, মার্কেটেনিং রিসার্চ ইত্যাদি অনেক সেক্টরে এই ডিরেক্টর নিয়োগ করে থাকে। এই পদের জন্য প্রয়োজন ১০ বছরের অভিজ্ঞতা। এবং কোম্পানির সিনিয়র ও দক্ষরাই এই পদ দখল করতে থাকে।
২। গ্রুপ প্রোডাক্ট ম্যানেজারঃ বেতন ২ কোটি ১৫ লাখ
একজন গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার গুগলের সেলিং, সফ্টওয়্যার প্রকৌশলী, বিপণন ব্যবস্থাপনা ইত্যাদি বিভাগের সঙ্গে যোগাযোগ রাখেন।
৩। ডিরেক্টর বা পরিচালকঃ বেতন ২ কোটি ৯ লাখ
কোনো বিভাগের একজন পরিচালক দলের নেতৃত্ব দেন এবং প্রত্যেককে একটি সাধারণ লক্ষ্যের ওপর দৃষ্টি নিবদ্ধ রাখতে সহযোগিতা করেন।
৪। সিনিয়র স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারঃ ২ কোটি ৫ লাখ
সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি বেতন পান। গুগলের সফটওয়ার সংক্রান্ত উন্নতি, সেট আপ, বিশ্ব মার্কেটে কম্বাইন করাই এদের কাজ।
৫। মার্কেটিং ডিরেক্টরঃ ১ কোটি ৯৯ লাখ
এই পদের ব্যক্তিকে বিজ্ঞাপন, কনফারেন্স প্রেজেন্টেশন ও এই সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো দেখতে হয়। মার্কেটিং গুগলের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।
৬। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ম্যানেজারঃ ১ কোটি ৭৪ লাখ
এই পদের চাহিদা অনেক বেশি। প্রতিষ্ঠানের কোডাররা এর অধীনে কাজ করেন। বিভিন্ন দেশের কোডাররা এই চাকরীতে হামেশাই জয়েন করছে।
৭। সিনিয়র প্রোডাক্ট ম্যানেজারঃ ১ কোটি ৭০ লাখ
এই পদের ব্যক্তি হয়ে থাকেন গুগলের বড় সম্পদ। গুগলের প্রোডাক্ট সেলিং, প্রোডাক্ট ইম্প্রুভমেন্ট এই জাতীয় কাজ দেখে থাকেন।
৮। স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারঃ ১ কোটি ৮৯ লাখ
জটিল সমস্যাগুলো সমাধান করতে হয় এই পদের ব্যক্তিকে। গুগলের বিশ্ব বাণিজ্য দেখে থাকেন।
৯। সিনিয়র স্টাফ ডিজাইনারঃ ১ কোটি ৬২ লাখ
গুগলের টেকনিক্যাল সাইডের ডিজাইনের বিশয়াদি দেখে থাকেন। এবং প্রয়োজনমত এর উন্নতি করে থাকেন।
১০। সিনিয়র কারিগরি প্রোগ্রামারঃ ১ কোটি ৫৬ লাখ
তিনি গুগল কোম্পানির টেকনিক্যাল কোডার হিসাবে জয়েন করেন। এলগোরিদম উন্নতি সফটওয়ার আপডেট নিয়ে কাজ করেন।
সূত্র: বিজনেস ইনসাইডার
[_সংগৃহীত_]

Post a Comment

0 Comments