”মেশিন লার্নিং” জিনিসটা আসলে কি?

 



🔰”মেশিন লার্নিং” জিনিসটা আসলে কি?

  • আমরা কম্পিউটার ব্যবহার করি মুলত আমাদের কাজে সহায়তা করার জন্য। প্রসেস “অটোমেট”করার জন্য।আমরা কিছু প্রোগ্রাম লিখি,আর কম্পিউটার সেই প্রোগ্রামের আদলে কাজটা করে দেয় আমাদের। এই প্রোগ্রামটাকেই বলতে পারি এক ধরণের অটোমেশন। আর,প্রোগামিংটা করে দেয় কে? নিশ্চয়, মানুষ। 

  • এদিকে প্রোগ্রাম করাও যেমন কষ্ট,আবার দরকার মত প্রোগ্রামিং করার মানুষও পাওয়া যায়না। তাহলে কি করা যায়? মানুষের জায়গায় ডেটাই করে দিবে সেই প্রোগ্রামিং। মেশিন লার্নিং হচ্ছে কম্পিউটারকে সেই প্রোগ্রামিং শেখানোর মত।ডেটাই বলে দিবে কিভাবে কম্পিউটার নিজেকে প্রোগ্রাম করবে। প্রোগ্রামিং যদি অটোমেশন হিসেবে ধরে নিই,তাহলে মেশিন লানিং হচ্ছে ওই ‘অটোমেশনের ’ প্রসেসকে অটোমেট করার সিস্টেম। প্রোগ্রামিংয়ের ইনপুট দেবে ডেটা। সেভাবেই শিখবে আমাদের লার্নিং অ্যালগরিদম।শিখে মানুষের মত নিজে থেকে কারেকশন দিবে। মানুষ যেভাবে শেখে,সেভাবেই শিখবে যন্ত্র।


কৃত্তিম বুদ্ধিমত্তার একটা বিভাগ হচ্ছে মেশিন লার্নিং।এটা এমন একটি অ্যাপ্লিকেশন যার বৈশিষ্টগুলো হচ্ছে...
  • এটি আপনার সিস্টেমকে নিজে তেকে শিখার একটা দক্ষতা দিবে।
  •  সিষ্টেমের শেখাটা আসে পুরোনো ডেটা তথা ‘অভিজ্ঞতা’ থেকে।
  • এই শেখানোটা মেশিনকে কিন্তু আলাদাভাবে প্রোগামিং করে দেওয়া হয়নি।



মানুষ যাই আবিষ্কার করেছে,তা করেছে প্রকৃতিকে দেখে । বাজপাখির ওডা থেকে উডোজাহাজ,বাদুড় থেকে সাবমেরিন ‘সোনার’ আরও কত -কি?!এতদিন মানুষ পশু পাখিকে দিয়ে সে কিছু কিছু কাজ করিয়ে নিয়েছে। কিন্তু যে জিনিসের প্রাণ নেই,সেই জিনিস দিয়ে কাজ করানোর আইডিয়া মানুষের কত বড় বুদ্ধিমত্তার পরিচয়--একবার ভাবুন। মানুষ প্রোগামিং করে ‘ইনস্ট্রাকশন’দেয়,কাজ করে বেকুব যন্ত্র।কিন্তু প্রোগ্রাম লেখাও তো কষ্টের । তাহলে কি করা যায়?


  • মানুষ তাকাল নিজের দিকে ।এই যে আমরা ছোটবেলা থেকে বৈশিষ্টের উপর বেস করে গরুকে গরু,ছাগলকে ছাগল কিংবা বিড়ালকে বিডাল হিসেবে চিহ্নিত করতে পারতেছি। এভাবে আমরা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট বেস সবকিছু সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করি।


  • কিন্তু যন্ত্রকে অভিজ্ঞ করে তুলা যায় কেমনে...বলা যায় আমরা যেভাবে অভিজ্ঞতা অর্জন করি ; এই যেমন ধরেন,একটা হাতির নানা বৈশিষ্ট জানার মাধ্যমে আমরা হাতি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করি।ঠিক একইভাবে মেশিন কেউ তথ্য তথা ডেটা দিয়ে অভিজ্ঞ করে তুলা সম্ভব।


Post a Comment

0 Comments