What is Variable(চলক) and Operator(অপারেটর) in Programming

 


Variable(চলক) :

প্রোগ্রামে কোন একটি নাম দিয়ে যদি তার মধ্যে data রাখা হয়,তবে ঐ নামটিকে চলক বলে।​

যেমন : number 1 = 10; ​

1
Name = "Hello World"



Variable লিখার নিয়ম : ​

  • Variable এর নাম বর্ণ (A-Z,a-z).অঙ্ক(0,1….9),আন্ডারস্কোর (_) এবং ডলার চিহ্ন ($) ব্যবহার করা হয়।​
  • Variable এর নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারে না।​
  • Keyword বা function ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না।​​
  • Variable এর নামের মাঝে কোন ফাঁকা স্থান থাকে না।​​

Operator(অপারেটর) :
C- ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য কতগুলো বিশেষ চিহ্ন (+,-*,/) ব্যবহার করা হয়,এদেরকে অপারেটর বলে।

Operator, Operand, Constant , Expression​


সি এর অপারেটরগুলো হল –

অ্যারিথমেটিক: +, -, *, /, %
অ্যাসাইনমেন্ট: =
অগমেন্টেড অ্যাসাইনমেন্ট: +=, -=, *=, /=, %=, &=, |=, ^=, <<=, >>=
বিটওয়াইজ লজিক: ~, &, |, ^
বিটওয়াইজ শিফট্‌: <<, >>
বুলিয়ান লজিক: !, &&, ||
কন্ডিশনাল ইভালুয়েশন: ? :
ইকুয়ালিটি টেস্টিং: ==, !=
কলিং ফাংশন: ( )
ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটর: ++, —
মেম্বার সিলেকশন: ., ->
অবজেক্ট সাইজ: sizeof
অর্ডার রিলেশন: <, <=, >, >=
রেফারেন্স ও ডিরেফারেন্স: &, *, [ ]
সিকুয়েন্সিং: ,
সাবএক্সপ্রেসন গ্রুপিং: ( )
টাইপ কনভার্সন: (typename)











Post a Comment

0 Comments